Posts

Showing posts from June, 2022

Garments And Technology M A Kashem

Image
অধ্যায়-১ Garments and Technology   গার্মেন্টস শিল্প   Garments Industry   ১.১ গার্মেন্টস শিল্পের ইতিহাস কারিগরি History of Garments Industry              মানুষের মৌলিক পাঁচটি চাহিদার মধ্যে বস্ত্রের স্থান দ্বিতীয়। অন্ন ছাড়া যেমন বেঁচে থাকা যায় না তেমনি বস্তু ছাড়াও মানব সমাজে বসবাস করা যায় না। মূলত লজ্জা নিবারণ ও প্রাকৃতিক আবহাওয়ার রুক্ষতা থেকে দেহকে রক্ষার জন্যই মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ সুদীর্ঘ সময়ের জন্য বস্ত্রের প্রয়োজন। আদিকালে গাছের লতা, পাতা, ছাল এবং পশুর চামড়া দিয়ে মানুষের বস্ত্রের প্রয়োজনীয়তা মিটানো হতো এবং পরবর্তীতে ধীরে ধীরে আঁশ, মুতা ও কাপড়ের ব্যবহার রপ্ত করে। কবে, কখন এবং কোথায় প্রথম কাপড়ের ব্যবহার আরম্ভ হয় তার সঠিক তথ্য আজও অজানা, তবে একথা সত্য যে, এক সময়ে মানুষ সুই সুতা দিয়ে হাতে সেলাই করে পোশাক তৈরি করত। ঢোলাই মেশিনের সাহায্যে পোশাক সেলাই করার ইতিহাস মাত্র ২৬০ বছর আগের কাহিনী। সেলাই মেশিনের প্রাচীন ইতিহাস ঘাটলে দেখা যায় যে, ১৭৫৫ সালে ইংল্যান্ডের চার্লস ফ্রেডরিক (Charles Frederick) প্রথম যান্ত্রিক সেলাই মেশিন আবির ও প্যাটেন্ট করেন, যা দ্বারা হ

Pigment Dyeing Fabric Presentation

Image