Garments Terms & Defination from Garments and Technology
১.২ গর্মেন্টস টার্মস ও সংজ্ঞা Garments Terms & Defination এক্রস বেক (Across back) : নেপি এবং স্কাই ডেপথ এর মধ্য বিন্দু বরাবর পিঠের দিকে আড়াআড়ি মাপকে এক্রস বেক বলে। আর্ম স্কাই (Arm scye) : পোশাকের হাতার আর্ম হোলকে আর্ম স্কাই বলে। এলাউন্স (Allowance): শরীরের মাপের সাথে আরও কিছু অতিরিক্ত মাপ যোগ করে পোশাক তৈরি করা হয়, যাকে এলাউন্স বলে। এপলিক (Aplique) : পোশাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য পোশাকের সম্মুখের দিকে (face side) কিছু অতিরিক্ত কাপড় সংযোজন করা হয় তাকে এপলিক বলে। ব্যাক রাইজ (Back rise) ক্রাচ (crutch/cortch) হতে সেন্টার ব্যাক ওয়েস্ট লাইন পর্যন্ত দূরত্বকে ব্যাক রাইজ বলে। ব্যাক টেকিং (Back tacking): সেলাই আরম্ভ বা শেষ করার সময় সেলাই প্রান্ত বরাবর যাতে সেলাই সুতা সহজে খুলে না যেতে পারে সেজন্য সেলাই আরম্ভ অথবা শেষকরার সময় আনুমানিক ১ সে. মি. পিছনের দিকে সেলাই করে সেলাই এর প্রান্তকে নিরাপদ। করাকে ব্যাক টেকিং বলে। ব্যাকিং (Backing) ঃ পোশাকের কোন কোন অংশে বাহ্যিক চাপ যাতে বহন করতে পারে সেজন্য পোশাকের ভিতরের দিকে উক্ত স্থান বরাবর একটি লিনেন বা অন্য কাপড়ের টুকরা স্থাপন করে দ...