Garments Terms & Defination Part-2

 Garments Terms & Defination Part-2

ক্রিজ (Crease) : কাপড়ের মধ্যে ইচ্ছাকৃতভাবেই হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক কোন প্রকার ভাঁজ পড়া বা দেওয়াকে ক্রিজ বলে।


ক্রোকিং (Crocking) : শুকনা অথবা ভিজা কাপড় হতে ঘষে রং উঠানোকে ক্রোকিং বলে।


কভারঅল (Coverall) : কাজের সময় পরিধানের জন্য এটি এক ধরনের পোশাক যার প্যান্ট ও শার্ট অংশ একত্রে পিছ হিসেবে গণ্য করা হয় এবং হাতের কব্জি ও পায়ের এঙ্গেল (ankle) বরাবর আটকানোর ব্যবস্থা থাকে।



ডার্ট (Dart) : একটি পোশাকের পৃষ্ঠ হতে ওয়েডজ (Wedge) আকৃতি অপসারণের জন্য সেলাই করে, অথবা কাপড় কেটে এবং সেলাই করে, কাঙ্ক্ষিত আকৃতি দেওয়াকে ডার্ট বলে।



ডিসপোজেবল গার্মেন্টস (Disposable garments) : যেসব পোশাক শুধুমাত্র একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় ঐসব পোশাককে ডিসপোজেবল গার্মেন্টস বলে।


ডায়মেনশনাল স্টেবিলিটি (Dimensional stability) : কাপড়ের বা পোশাকের আয়তন, সেপ অথবা সাইজ ধারণ করে রাখার গুণাগুণকে ডায়মেনশনাল স্টেবিলিটি বলে।



ডাবল ব্রেস্ট (Double breast) ঃ কোট অথবা ওভার গার্মেন্টস এর সম্মুখের অংশ দু'টি (fronts) একটি অপরটির উপর স্থাপিত করা হলে এবং সম্মুখের উভয় অংশে বোতাম ও বোতাম ঘর ব্যবহার করা হলে তাকে ডাবল ব্রেস্টেড পোশাক বলে। বোতাম ও বোতাম ঘর সাধারণত সেন্টার ফ্রন্ট লাইন হতে সমান দূরত্বে স্থাপন করা হয়।



ডাবল ফেসড (Double faceed): যেসব কাপড়ের উভয় দিক একই রকম অথবা উভয় প্রান্তই সম্মুখে রাখা যায় এরূপ কাপড়কে ডাবল ফেসড বলে।



ডাবল, কাটিং অন দি (Double Cutting on the): কাপড়ের দু'টি পাড় (Selvedge) কে একত্রিত করে এবং কাপড়ের সম্মুখের দিক ভিতরের দিকে স্থাপন করে কাপড়ের দৈর্ঘ্য বরাবর দুই পরতার উপর দিয়ে কেটে সমানভাবে দ্বিখণ্ডিত করাকে ডাবল কাটিং অন দি বলে।


ডার্নিং (Darning): সুই ও সুতার সহায্যে কাপড়ের অথবা পোশাকের মধ্যস্থ ত্রুটিসমূহ দূর করাকে ডার্নিং বা মেন্ডিং বলে।


ড্রাফট (Draft): দেহের অথবা পোশাকের মাপ অনুযায়ী একটি পোশাকের বিভিন্ন অংশ সমতল পৃষ্ঠে বা কাগজে খসড়া করাকে বা অংকন করাকে ড্রাফট বলে।


ড্রেপ (Drape) : কোন প্রান্ত হতে কাপড়কে ঝুলিয়ে (Hung) দিলে কাপড়ের ঝুলন্ত প্রান্তের অবস্থান কিরূপ হবে ঐ গুণাগুণকে ড্রেপ বলে। কাপড়ের গঠন (Construction) আঁশের প্রকারভেদ ও কাপড়ের ফিনিশিং এর উপর কাপড়ের ড্রেপিং কোয়ালিটি নির্ভর করে।


ডামি (Dummy) ঃ এটি মানুষের শরীরের হুবহু আকৃতির একটি মডেল যা একটি স্ট্যান্ডের উপর দাড় করানো থাকে। পোশাকের ফিটিং পরীক্ষা করে দেখার জন্য এটি প্রায়ই ব্যবহার করা হয়। পুরুষ, মহিলা ও বাচ্চাদের জন্য বিভিন্ন সাইজের ডামি পাওয়া যায়।


ডাঙ্কি (Donkey) ঃ এটি একটি বিশেষ ধরনের প্রেসিং বোর্ড যার সাহায্যে পোশাকের বিভিন্ন অংশ ভাঁজ সৃষ্টি না করেই প্রেসিং করা যায়।


ড্রপ লুপ (Drop loop) ঃ ট্রাউজারের ওয়েস্ট ব্যান্ড এর উপরের প্রান্ত হতে কিছুটা নিচে (সাধারণত ১-২ সে. মি.) বেল্ট লুপ স্থাপন করার পদ্ধতিকে ড্রপ লুপ বলে। ড্রপ লুপ করা হলে ওয়েস্ট ব্যান্ড হতে উপরের দিকে বেল্ট উঠে যাওয়ার কোন সম্ভাবনা থাকে না।


ডিউরেলব প্রেস (Durable press) : এটি একটি বিশেষ ধরনের ফিনিশিং ট্রিটমেন্ট যার ফলে কাপড়ের বা পোশাকের নির্দিষ্ট আকৃতি, আয়তন, ভাঁজ (Crease) ও প্লিট ইত্যাদি স্থায়ী করে দেওয়া হয় এবং পোশাক ব্যবহার বা ধৌত করলেও উক্ত গুণাগুণ নষ্ট হয় না।


ড্রিলিং (Drilling) ঃ পোশাকের কোন কোন অংশের মধ্যে নির্ধারিত স্থান বা বিন্দু চিহ্নিত করার জন্য বিশেষ করে পকেট লাগানোর সুবিধার্তে কাপড়ের লে অবস্থায় মেশিনের সাহায্যে কাপড়ের উপরের পরতা হতে নিচের পরতা পর্যন্ত ছিদ্র করে চিহ্নিত করাকে ড্রিলিং বলে।



ইজি (Ease) ঃ হাত, পা ও শরীরের বিভিন্ন অংশ সহজে নাড়াচাড়া করার সুবিধার্থে ও পোশাক ব্যবহারে আরাম বৃদ্ধির উদ্দেশ্যে শরীরের মাপের থেকেও আরো অতিরিক্ত কাপড় পোশাকের অংশের সাথে ব্যবহার করাকে ইজি বলে।



ইজিং-ইন (Easing-in) ঃ ছিম তৈরির সময় একটি কাপড় ছিম বরাবর কিছুটা বেশি ব্যবহার করে ঐ স্থান বরাবর পোশাকের ফুলনেছ (fullness), আকৃতি (shape) ইত্যাদি সৃষ্টি করাকে ইজিং-ইন বলে।


এনডস (Ends) : কাপড়ের টানা সুতাকে এনডস বলে। ইপলেট (Epaulet) : কাঁধ (Shoulder) বরাবর কোট, জ্যাকেট, স্পোর্টস শার্ট ইত্যাদিতে যে ফিতা (Strap) ব্যবহার করা হয় তকে ইপলেট বলে। কাঁধ বরাবর পোশকের অজাচিত সম্প্রসারণকে রোধ করতে সহায়তা করাই ইপলেট এর মূল কাজ।


ফেসিং (Facing) : পোশাকের কোন কোন অংশের প্রান্ত বরাবর নিচের দিক (ভিতরের দিকে) এক পরতা কাপড় সেলাই করে লাগানো হয় যাতে কাপড়ের প্রান্তের নিটেনিং এর কাজ সম্পন্ন করা যায়, এরূপ অংশকে ফেসিং বলে। ফেসিং সাধারণত পোশাকের প্রান্তের আকৃতির (Shape) সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয় ।


ফেস (Face) ঃ কাপড়ের সঠিক দিক বা উপরের দিক (Right side) কে ফেস বলে।


ফেড ক্লথ (Faced cloth) : কাপড়ের সঠিক দিক যদি বিপরীত দিক হতে ভিন্ন রকম হয় তবে তকে ফেড ক্লথ বলে। যেমন- পাইল ফেব্রিক, ফ্লানেল ফেব্রিক ইত্যাদি ।


ফল (Fall) : পোশাকের কলারের যে স্থান বরাবর ভাঁজ করা হয় ঐ স্থান হতে কলারের যে অংশ নিচের দিক কলারের প্রান্ত পর্যন্ত নেমে আসে ঐ অংশকে ফল বলে। ফিট (Fit) $ পোশাক সঠিক সাইজ এবং আকৃতি (Shape) অনুযায়ী হয়েছে কি না তাকে ফিট বলে । যেমন- টাইট ফিট, লুজ ফিট ইত্যাদি।


ফিটিং (Fiting) ঃ একটি পোশাক পরিধান করে তা দেহের সথে ঠিকমতো মানানসই হয়েছে কি না বা পোশাকটি পরিধানে স্বাচ্ছন্দ্য বোধক হচ্ছে কি না তাকে ফিটিং বলে।



ফ্লেয়ার (Flare) : উপর থেকে নিচের দিকে বিস্তৃত করার ডিজাইনকে ফ্লেয়ার বলে। ফলে নিচের দিকে কাপড়ের মধ্যে অতিরিক্ত প্রস্থ (Width) সংযোজিত হয়, যেমন- স্কার্ট, ফ্রক ইত্যাদি।



ফ্লাই ফ্রন্ট (Fly front) ঃ পোশাকের যে স্থান বরাবর খোলা হয় ঐ স্থানে বোতাম বা জিপার ঢেকে রাখার জন্য কাপড়ের দ্বারা তৈরি পোশাকের অংশটিকে ফ্লাই ফ্রন্ট বলে।



ফ্লাপ (Flap):  পকেটের খোলা মুখ ঢেকে রাখার জন্য যে অংশ (part) টি ব্যবহার করা হয় তাকে ফ্লাপ বল।


ফোর পার্ট (Fore part): দেহের উপরের অংশের জন্য যে পোশাক ব্যবহার করা হয় তার সম্মুখের অংশসমূহকে ফোর পার্ট বলে।


ফর্ক (Fork) ঃ একটি ট্রাউজারের পা দু'টি যে স্থানে সংযুক্ত করা হয় ঐ স্থানকে ফর্ম বলে।


ফ্রন্ট রাইজ (Front rise) : পোশাকের ক্রাচ (Crutch) হতে ওয়েস্ট ব্যান্ড এর সম্মুখ কেন্দ্র পর্যন্ত দূরত্বকে ফ্রন্ট রাইজ বলে।


ফুলনেছ (Fullness) ঃ পোশাকের কোন কোন অংশে কিছু অতিরিক্ত কাপড় ব্যবহার করা হয় যাতে কাঙ্ক্ষিত সেপ পাওয়া যায়, এরূপ সেপকে ফুলনেছ বলে। যেমন- স্লিভ হেড।


ফিউজিং (Fusing) ঃ যে প্রক্রিয়ার সাহায্যে পোশাকের অংশের সাথে ফিউজিবল ইন্টারলাইনিং জোড়া লাগানো হয় তাকে ফিউজিং বলে।


ফোর আর্ম লাইন (Fore arm line ) : ফ্রন্ট আর্ম হোল হতে হাতার সম্মুখ প্রান্ত দিয়ে বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত সরাসরি যে রেখা টানা হয় ঐ রেখাকে ফোর আর্ম লাইন বলে।


ফ্যাগোট স্টিচ (Fagot stitch) : এটি এক ধরনের লক স্টিচ, যা এক ধরনের জিগজাগ স্টিচ মেশিনে উৎপন্ন করা হয় এবং দু'টি কাপড়ের মধ্যে সামান্য ফাক (Gap) রেখে জিগজাগ স্টিচের দ্বারা সংযুক্ত করা হয়।


গেদারিং (Gathering) ঃ কাপড়কে ছোট ছোট ভাঁজ বা কুঁচি করে কাপড়ের দৈর্ঘ্য কমিয়ে সেলাই করাকে গেদারিং বলে। মেশিনের সাহায্যেও গেদারিং এর কাজ সম্পন্ন করা হয়।


গেজ (Gauge) : এটি অতি অল্প দৈর্ঘ্য বা ফাক বা পুরুত্ব মাপার একক হিসাবে ব্যবহার করা হয়।


জর্জ (Gorge) : এটি পোশাকের ফোরপার্ট এর প্রান্ত যার সাথে কলার স্ট্যান্ডকে সংযুক্ত করা হয়।


গোর (Gore) : পোশাকে নিচের দিকে অর্থাৎ হেম বরাবর পোশাকের বর্ধিত গ্রন্থকে গোর বলে।


গ্রেডিং (Grading) ঃ পোশাকের মাস্টার প্যাটার্ন হতে বিভিন্ন সাইজের প্যাটার্ন তৈরি করাকে গ্লেডিং বলে।


গ্লেইন (Grain) ঃ কাপড়ের টানার দিককে গ্রেইন বলে।



গ্রেইন লাইন (Grain line) ঃ প্রতিটি প্যাটার্ন পিছের উপর তীর চিহ্ন সহকারে লম্বা সরলরেখা টানা হয় যাকে গ্রেইন লাইন বলে। কাপড়ের গ্রেইন এর সাথে সমান্তরালভাবে প্যাটার্ন পিছের গ্রেইন লাইনকে মেচিং করে বসানোর জন্য এটি দিক নির্দেশ করে।


গাছেট (Gusset) ঃ পোশাকের কোন অংশের শক্তি বৃদ্ধির জন্য অথবা ফিটিং এর সুবিধার জন্য অথবা আকৃতি (Shape) সুন্দর করার জন্য একটি অতিরিক্ত কাপড়ের টুকরা ব্যবহার করা হয় যাকে গাছেট বলে। 


গ্লিনিং (Grinning) : ছিম বরাবর আড়াআড়ি শক্তি প্রয়োগের ফলে অথবা ত্রুটিপূর্ণ ছিম গঠনের করণে যদি ফাঁকের (gap) সৃষ্টি হয় তবে তাকে গ্রিনিং বলে।


জিম্প (Gimp): বোতাম ঘর সেলাই করে তৈরি কার সময় সেলাইসমূহ (stitches) উন্নিত (Rise) করার জন্য বিশেষ এক ধরনের সুতা স্টিচের মধ্যে ব্যবহার করা হয় যাকে জিম্প বলে।


গান ফ্লাপ (Gun flap): ফ্রেঞ্জ কোটের কাঁধ (Shoulder) বরাবর অতিরিক্ত কাপড়ের পরতা বিশেষ স্টাইল হিসেবে ব্যবহার করা হয় তাকেই গান ফ্লাপ বলে।


গ্রোন অন-ফেসিং (Grown-on-facing) : কাপড়ের প্রান্ত ভাঁজ করে ভিতরের দিকে (নিচের দিকে) ঢুকিয়ে ফেসিং তৈরি করাকে গ্রোন-অন-ফেসিং বল ।


 গডেট (Godet) ঃ ছিমের পুরুত্ব (Thickness/ Fullness) বৃদ্ধির লক্ষ্যে ছিমের নিচের দিকে বৃত্তাকার কাপড়ের একটি টুকরা ব্যবহার করা হয় যাকে গডেট বলে।















Reference:

Garments And Technology

Dr. Md. Abul Kashem Mia (ডঃ মোঃ আবুল কাশেম মিয়া)


Department of Computer Science and Engineering Bangladesh University of Engineering and Technology Dhaka 1000, Bangladesh



Comments

Popular posts from this blog

Garments Terms & Defination from Garments and Technology

Story Of A Night Tour একটি ছোট ভ্রমণ এর কাহিনী

Garments And Technology M A Kashem