Garments Terms & Defination from Garments and Technology

 

১.২ গর্মেন্টস টার্মস ও সংজ্ঞা


Garments Terms & Defination


এক্রস বেক (Across back) : নেপি এবং স্কাই ডেপথ এর মধ্য বিন্দু বরাবর পিঠের দিকে আড়াআড়ি মাপকে এক্রস বেক বলে।


আর্ম স্কাই (Arm scye) : পোশাকের হাতার আর্ম হোলকে আর্ম স্কাই বলে।



এলাউন্স (Allowance): শরীরের মাপের সাথে আরও কিছু অতিরিক্ত মাপ যোগ করে পোশাক তৈরি করা হয়, যাকে এলাউন্স বলে।



এপলিক (Aplique) : পোশাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য পোশাকের সম্মুখের দিকে (face side) কিছু অতিরিক্ত কাপড় সংযোজন করা হয় তাকে এপলিক বলে। ব্যাক রাইজ (Back rise) ক্রাচ (crutch/cortch) হতে সেন্টার ব্যাক ওয়েস্ট লাইন পর্যন্ত দূরত্বকে ব্যাক রাইজ বলে।


ব্যাক টেকিং (Back tacking): সেলাই আরম্ভ বা শেষ করার সময় সেলাই প্রান্ত বরাবর যাতে সেলাই সুতা সহজে খুলে না যেতে পারে সেজন্য সেলাই আরম্ভ অথবা শেষকরার সময় আনুমানিক ১ সে. মি. পিছনের দিকে সেলাই করে সেলাই এর প্রান্তকে নিরাপদ। করাকে ব্যাক টেকিং বলে।



ব্যাকিং (Backing) ঃ পোশাকের কোন কোন অংশে বাহ্যিক চাপ যাতে বহন করতে পারে সেজন্য পোশাকের ভিতরের দিকে উক্ত স্থান বরাবর একটি লিনেন বা অন্য কাপড়ের টুকরা স্থাপন করে দেওয়া হয় যাকে ব্যাকিং বলে।



ব্যালেন্স (Balance) : দেহের সাথে সমন্বয় করে পোশাকের বিভিন্ন অংশের ভার, সেপ ও বাহ্যিক সমন্বয় বিশেষ করে সম্মুখের ও পিছনের দিকের দৈর্ঘ্য সমন্বয়কে ব্যালেন্স বলে।



বেসিক ব্লক (Basic block) : মানবদেহের বিভিন্ন অংশের আয়তন ও ভাঁজ অনুযায়ী কোন প্রকার এলাউন্স বা স্টাইল ছাড়া যে প্যাটার্ন তৈরি করা হয় তাকে বেসিক ব্লক বলে।



বারটেক (Bartack) : অতি অল্প দৈর্ঘ্যের মধ্যে একবার সেলাই করার পর এর উপর আবারও সেলাই করে উক্ত স্থানের শক্তি (Load) বহন করার ক্ষমতা বৃদ্ধি করাকে বার টেকিং বলে। (উদাহরণস্বরূপ, বেন্টলুপ, পকেটের কোণা ইত্যাদিতে বারটেক করা হয়।



বাস্টিং (Basting) ঃ চূড়ান্তভাবে সেলাই করার পূর্বে যথাস্থানে স্থাপনের সুবিধার্থে প্রাথমিকভাবে অস্থায়ী সেলাই করাকে বাস্টিং বলে। বাস্টিং হাতের সাহায্যে অথবা সেলাই মেশিনেও করা যায়।



বিসপোক (Bespoke) : যেসব পোশাক নির্দিষ্ট ব্যক্তির শরীরের মাপ নিয়ে নির্দিষ্ট ব্যক্তির জন্য তৈরি করা হয় তাকে বিসপোক বলে, যা রেডিমেইড পোশাক হতে ভিন্ন।



বোতাম সাইজ (Button size) ঃ বোতামের আড়াআড়ি মাপকে বোতাম সাইজ বলা হয়, যা সাধারণত লিং (Linge) অথবা লাইন (Ligne) হিসেবে প্রকাশ করা হয়।


 ১ লিং = .৬৩৫ মিলিমিটার।




বোতাম স্ট্যান্ড (Button stand): বোতামের কেন্দ্র হতে পোশাকের প্রান্ত পর্যন্ত দূরত্বকে বোতাম স্ট্যান্ড বলে। বোতাম স্ট্যান্ড, সাধারণত বোতামের প্রস্থের ½+½ সে. মি. অথবা ১ সে. মি. এর সমান হয়।



বাস্ট পয়েন্ট (Bast point) ঃ বুকের সবচেয়ে দৃশ্যমান স্থানকে (বুটি) বাস্ট পয়েন্ট বলে।




বডিছ (Bodice) ঃ মেয়েদের পোশাকের যে অংশটুকু গলা থেকে কোমর পর্যন্ত বিস্তৃত ঐ অংশকে বডিছ বলে।



বেগিং আউট (Bagging out) : এটি একটি বিশেষ প্রক্রিয়া যার দ্বারা পোশাকের মধ্যে লাইনিং অথবা ফেসিং লগানোর পর উল্টাইয়া পোশাকের কাপড়কে সম্মুখের দিকে স্থাপন করা হয়।



ব্লকিং আউট (Blocking out) : বহু পরতা বিশিষ্ট কাপড়ের লে হতে কিছু অংশ। কেটে আলাদা করাকে ব্লকিং আউট বলে (যা হতে ব্যান্ড নাইফ বা ডাই কাটিং মেশিন দ্বারা ছোট ছোট প্যাটার্ন কাটা হয়)।



বান্ডেল (Bundle) : একটি পোশাকের একই রকম অংশসমূহ অস্থায়ীভাবে একত্রিত করে রাখার পদ্ধতিকে বান্ডেল বলে (যা স্থানান্তরের জন্য সুবিধাজনক)।


ব্লাইড স্টিচ (Blind stitch): এটি একটি বিশেষ ধরনের স্টিচ যা কাপড়কে সম্পূর্ণভাবে ভেদ করার পরিবর্তে আংশিকভাবে ভেদ করে কাপড় সেলাই করে। এ ধরনের সেলাইকৃত অংশে সেলাই সুতা কাপড়ের সম্মুখ ভাগ হতে দেখা যায় না কিন্তু পিছনের দিক হতে দেখা যায়।



ব্যাক স্টিচ (Back stitch) : পোশাক সেলাই করার জন্য এটি এক প্রকার হ্যান্ড স্টিচ, যা মেশিনের সাহায্যেও করা যেতে পারে।



ব্লোয়িং (Blowing) : গার্মেন্টস প্রেসিং মেশিনে প্রেসিং বেড (Buck) এর মধ্য দিয়ে বাতাস বাহিরের দিকে প্রবাহিত করাকে ব্লোয়িং বলে, যা ভেকুয়ামের বিপরীত।



ব্লাফ এডজ (Bluff edge) : পোশাকের প্রান্তে সেলাই রেখার বাহিরে যে অংশটুকু থাকে তাকে ব্লাফ এডজ বলে।



বডকিন (Bodkin) ঃ কাপড়ের মধ্যে ছিদ্র করার ছোট যন্ত্রকে বড়কিন বলে। বক্স প্লেট (Box pleat) : কাপড় ভাঁজ করে একটি বিশেষ আকৃতি দেওয়া হয় যার ফলে ঐ স্থান বরাবর কাপড় সম্প্রসারিত হতে পারে, এরূপ অংশকে প্লিট বলে। প্লিটের একটি বিশেষ স্বরূপকে বক্স প্লেট বলে।



সি. বি. লাইন (C.B. Line) : শার্টের বড়ি ব্যাক অংশের (Body back part) মধ্য বিন্দু বরাবর উপর হতে নিচ পর্যন্ত যে সরলরেখা চিহ্নিত করা হয় তাকে সি. বি. লাইন বলে।



সি. এফ. লাইন (C.F. Line) : শার্টের সম্মুখের দিকে কলার হতে নিচ পর্যন্ত যে রেখা বরাবর বোতাম লাগানো হয় ঐ রেখাকে সি. এফ. লাইন বলে।





ক্যাচ (Catch) ঃ পোশাক খোলার স্থান (Opening) বরাবর কাপড়ের নিচের প্রান্তে বোতাম বা জিপার লাগানোর জন্য একটি কাপড় বা অন্য পদার্থের স্তর ব্যবহার করা হয়। যাকে ক্যাচ বলে। যেমন- ফ্লাই ক্যাচ, বাটন ক্যাচ ইত্যাদি।



চক (Chalk) ঃ পাইপ ক্লে (Pipe clay) বা খড়িমাটির পাতলা ত্রিকোণাকৃতির বা চতুর্ভুজ আকৃতির টুকরা যা কাপড়ের উপর মার্কিং এর জন্য ব্যবহার করা হয়, ঐরূপ পদার্থকে চক বলে।



চ্যানেল (Channel) ঃ পোশাকের মধ্যে একাধিক পরতা কাপড় দ্বারা চিকন ও লম্বা পেছেজ (Passage) তৈরি করা হয় তাকে চ্যানেল বলে। সাধারণত কর্ড (cord) বা ঐ জাতীয় কোন পদার্থকে উক্ত পেছেজ এর মধ্যে স্থাপনের জন্য চ্যানেল তৈরি করা হয়।



চেক স্পাইক (Check spikes) : এটি ইস্পাতের তৈরি ১৫-২০ সেন্টিমিটার লম্বা পিন, যা চেক কাপড়ে স্প্রেডিং করার সময় কাপড়ের চেক মেচিং এর জন্য ব্যবহার করা হয়।



চিজ (Cheese) ঃ এটি সিলিন্ডার আকৃতির সুতার প্যাকেজ, যার মধ্যে আড়াআড়িভাবে (Cross wound) সুতা জড়ানো হয় এবং উক্ত প্যাকেজের কোন ফ্রেঞ্জ থাকে না।



চেষ্ট পিছ (Chest picce) ঃ পোশাকের বক্ষ স্থান (Chest area) বরাবর এক বা "একাধিক পরতা ইন্টারলাইনিং ব্যবহার করা হয় যাকে চেষ্ট পিছ বলে। পোশাকের বক্ষ স্থান বরাবর সেপ (Shape) সুন্দর করা, সেপ ধারণ করা ও শক্তি বৃদ্ধির জন্য এটি পোশাকের মধ্যে ব্যবহার করা হয়।



ক্লোজিং (Closing) ঃ এটি একটি অপারেশন (Operation) যার দ্বারা পোশাকের সাইড ছিম সংযুক্ত করা হয় অথবা ফোরপার্ট (Forepart) এর সাথে লাইনিং সংযুক্ত করা হয়।



সি. এম. টি (CMT) : এটি একটি এবরিভিয়েশন যার অর্থ হলো কাটমেইক ট্রিম। অর্থাৎ পোশাকের অর্ডার সরবরাহকারী কাপড় ও ডিজাইন সরবরাহ করবে এবং পোশাক প্রস্তুতকারীর দায়িত্ব হলো উক্ত কাপড় কেটে ও সেলাই করে সরবরাহকৃত ডিজাইন অনুযায়ী পোশাক বানিয়ে সরবরাহ করবে।



কলার (Collar)ঃ এটি পোশাকের একটি অংশ যা গলার চারদিকে বিস্তৃত থাকে।



কলার স্ট্যান্ড (Collar stand) : এটি কলারের একটি অংশ যা গলা বরাবর উপরের দিকে দাঁড়ানো থাকে।



ক্রাচ (Crutch/Cortch)ঃ যে স্থান বরাবর প্যান্টের দুই পায়ের ভিতরের দিকের সেলাই (Inside leg seam) একত্রে মিলিত হয় ঐ স্থানকে ক্রাচ বলে। এটাকে প্যান্টের ফর্ক (Fork)ও বলে।



কাফ (Cuff) : জামার হাতার সর্বনিম্ন অংশ যা হাতের কব্জি বরাবর থাকে।



কাট-ইন-ওয়ান (Cut-in-one) : পোশাকের দু'টি অংশকে একত্রিত করে পোশাকের একটি অংশ হিসেবে কাপড় কাটাকে কাট-ইন-ওয়ান বলে। যেমন- বডিছ ও কলার একটি টুকরা হিসেবে কাটা।



কস্টার স্টিচিং (Contour stitching): স্বয়ংক্রিয়ভাবে পোশাকের কোন অংশে প্রান্তের অতি নিকট দিয়ে সূক্ষ্মভাবে সেলাই করাকে কন্টার স্টিচিং বলে। কোণ (Cone) ঃ এটি একটি কোণাকার ফর্ম যার উপর সুতা জড়িয়ে সুতার প্যাকেজ তৈরি করা হয়।



কোর স্পান থ্রেড (Core-spun thread) : এটি বিশেষ এক ধরনের সেলাই সুতা যার কেন্দ্রে ফিলামেন্ট থাকে এবং বাহিরের দিকে স্টেপল ফাইবার থাকে।


ক্লিম (Clem) ঃ এটি অতি ছোট ডার্ট যা সেলাই করে সৃষ্টি করা হয় কিন্তু কাপড় কাটা হয় না।


কালার ব্লিডিং (Colour bleeding) : রঙিন কাপড় পানিতে অথবা সলভেন্ট এর মধ্যে ভিজালে কাপড়ের মধ্যস্থ রং যদি আংশিকভাবে পানিতে চলে যায়, অথবা একই কাপড়ের মধ্যে একস্থান হতে পাশ্ববর্তী স্থানে লেগে যায় তবে তাকে কালার ব্লিডিং বলে।




Garments Terms & Defination,গর্মেন্টস টার্মস ও সংজ্ঞা Garments and Technology, M A Kashem Sir, গার্মেন্টস শিল্পের ইতিহাস কারিগরি
Garments and Technology
 



Reference:

Garments And Technology

Dr. Md. Abul Kashem Mia (ডঃ মোঃ আবুল কাশেম মিয়া)


Department of Computer Science and Engineering Bangladesh University of Engineering and Technology Dhaka 1000, Bangladesh





Comments

Popular posts from this blog

Best Car Subwoofer for Deep Bass Near Your Hand

How to Design Your Research Paper

Story Of A Night Tour একটি ছোট ভ্রমণ এর কাহিনী