Story Of A Night Tour একটি ছোট ভ্রমণ এর কাহিনী

Story Of A Night Tour একটি ছোট ভ্রমণ এর কাহিনী

এক মে দিবাগত রাতে , ইফতার শেষে বন্ধু বন্ধু মহলের মধ্যে আড্ডা চলছিল। হঠাৎ প্রস্তাব এলো ছেড়ে আমরা বাইরের রেস্টুরেন্টে খেয়ে আসি।
হুট করে ডিসিশন নিয়ে একটা পরিপূর্ণ প্লান দাঁড় করানো হলো। বন্ধু সালমান থাকল টাকা উত্তোলনের দায়িত্বে, সবাই 200 করেন আর যাদের বাইক আছে তাদের টাকার পরিমান কিছু কম । আহা মোটরসাইকেল থাকায় কিছু সুযোগ যেন অতিরিক্ত 😎😎 |

আমি সাথে আছে আরো দুইজন রাফি ও সৌমিকের মোটরসাইকেল 🏍️ ।

আর সাথে সঙ্গী ছিল সালমান, সাদিক,হাসান ও দুজন গেস্ট।।
পরিকল্পনা মাফিক সবার থেকে টাকা উত্তোলন করার পর, আমরা যাত্রা শুরু করলাম ।
রাত ঠিক ১১.৩০ মিনিটে আমাদের পাবনা-ঢাকা মহাসড়কে ভ্রমণ শুরু হলো।। ভ্রমণের গন্তব্য শাহজাদপুর ।




১২.৩০ মিনিট সময়ে আমরা পৌঁছাই। গন্তব্যের কিছু দুরত্ব আগে দেখি এক ছেলে বাবার সাথে রাগ করে রাস্তার মাঝখানে দাড়িয়ে।
তখন বিষয় টা গুরুত্ব না দিয়ে আমরা এগিয়ে যাই। তবে খানিকক্ষণ পর আমাদের উপলব্ধি হয় আমাদের, বিষয়টি সুরহা করা উচিত।
সেই উদ্দেশ্যে আমরা আবার কিছু পথ ফিরে আসলাম ।

ইতিমধ্যে সমস্যাটি সমাধান হয়ে গেছে বিধায় রাস্তায় কাউকে পেলাম না। কখন আমাদের বন্ধু সাদিক হৃদয়, সে হাতে হেলমেট নিয়ে রাস্তায় হাটাহাটি করছে।

আর দুষ্টামি করে বলছে, "এই এখানে কে ছিল রে, রাস্তায় দাঁড়িয়ে যাতায়াতের ব্যাঘাত ঘটাচ্ছে, আমরা SP এর লোক।😏😏 অবশ্য SP এর লোক বলার পেছনে অন্য একটা কারণ আছে😬 সেটা না হয় অন্য দিন না বলা যাবে।

কিছু সময় থাকার পর আমরা আবার আমাদের গন্তব্যে ফিরে আসলাম। আমাদের গন্তব্য ছিল সালাম ভাইয়ের হোটেল, হোটেলে গিয়ে গরুর কালা ভুনা খাওয়া।🐄

1:30 টার দিকে হোটেলে খেতে বসলাম। কিন্তু খাওয়া জন্য বসার 5 মিনিটের মাঝে বিদ্যুৎ চলে গেল এবং প্রচণ্ড ঝড় বাতাস বইতে লাগলো।
কিন্তু আমাদের থেমে গেলে চলবেনা। আমাদের চলতে থাকলো।

খাওয়া-দাওয়া শেষে বিশ্রাম নিচ্ছি, তখন মনে পরল। মোটরসাইকেলের ওপর হেলমেট রেখে এসেছি🤯। হ্যাঁ, ভাই যা ভাবছেন তাই হয়েছে। অর্ধ হেলমেট বৃষ্টির পানিতে ভরে গেছে🤪🤪🤯.


প্রকৃতি তখন অপরূপ ভয়ঙ্কর দেখাচ্ছে। হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শীতল বাতাসের হাতছানি। অতপর আমরা এই প্রকৃতির মধ্য দিয়ে বাড়ীর উদ্দেশ্যে রওনা হলাম ।

মাঝপথে আবার ঝড় হাওয়া বইতে লাগলো। আর আকাশের বুকে ছিল বিদ্যুৎ এর ঝলকানি। এ যেন কুমারী মেয়ের হাতে আঁকা লাল আলপনা...



To be continue....

Comments

Popular posts from this blog

Garments Terms & Defination from Garments and Technology

Garments And Technology M A Kashem