Posts

Showing posts from November, 2023

Garments Terms & Defination from Garments and Technology

Image
  ১.২ গর্মেন্টস টার্মস ও সংজ্ঞা Garments Terms & Defination এক্রস বেক (Across back) : নেপি এবং স্কাই ডেপথ এর মধ্য বিন্দু বরাবর পিঠের দিকে আড়াআড়ি মাপকে এক্রস বেক বলে। আর্ম স্কাই (Arm scye) : পোশাকের হাতার আর্ম হোলকে আর্ম স্কাই বলে। এলাউন্স (Allowance): শরীরের মাপের সাথে আরও কিছু অতিরিক্ত মাপ যোগ করে পোশাক তৈরি করা হয়, যাকে এলাউন্স বলে। এপলিক (Aplique) : পোশাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য পোশাকের সম্মুখের দিকে (face side) কিছু অতিরিক্ত কাপড় সংযোজন করা হয় তাকে এপলিক বলে। ব্যাক রাইজ (Back rise) ক্রাচ (crutch/cortch) হতে সেন্টার ব্যাক ওয়েস্ট লাইন পর্যন্ত দূরত্বকে ব্যাক রাইজ বলে। ব্যাক টেকিং (Back tacking): সেলাই আরম্ভ বা শেষ করার সময় সেলাই প্রান্ত বরাবর যাতে সেলাই সুতা সহজে খুলে না যেতে পারে সেজন্য সেলাই আরম্ভ অথবা শেষকরার সময় আনুমানিক ১ সে. মি. পিছনের দিকে সেলাই করে সেলাই এর প্রান্তকে নিরাপদ। করাকে ব্যাক টেকিং বলে। ব্যাকিং (Backing) ঃ পোশাকের কোন কোন অংশে বাহ্যিক চাপ যাতে বহন করতে পারে সেজন্য পোশাকের ভিতরের দিকে উক্ত স্থান বরাবর একটি লিনেন বা অন্য কাপড়ের টুকরা স্থাপন করে দ...

Story Of A Night Tour একটি ছোট ভ্রমণ এর কাহিনী

Story Of A Night Tour একটি ছোট ভ্রমণ এর কাহিনী এক মে দিবাগত রাতে , ইফতার শেষে বন্ধু বন্ধু মহলের মধ্যে আড্ডা চলছিল। হঠাৎ প্রস্তাব এলো ছেড়ে আমরা বাইরের রেস্টুরেন্টে খেয়ে আসি। হুট করে ডিসিশন নিয়ে একটা পরিপূর্ণ প্লান দাঁড় করানো হলো। বন্ধু সালমান থাকল টাকা উত্তোলনের দায়িত্বে, সবাই 200 করেন আর যাদের বাইক আছে তাদের টাকার পরিমান কিছু কম । আহা মোটরসাইকেল থাকায় কিছু সুযোগ যেন অতিরিক্ত 😎😎 | আমি সাথে আছে আরো দুইজন রাফি ও সৌমিকের মোটরসাইকেল 🏍️ । আর সাথে সঙ্গী ছিল সালমান, সাদিক,হাসান ও দুজন গেস্ট।। পরিকল্পনা মাফিক সবার থেকে টাকা উত্তোলন করার পর, আমরা যাত্রা শুরু করলাম । রাত ঠিক ১১.৩০ মিনিটে আমাদের পাবনা-ঢাকা মহাসড়কে ভ্রমণ শুরু হলো।। ভ্রমণের গন্তব্য শাহজাদপুর । ১২.৩০ মিনিট সময়ে আমরা পৌঁছাই। গন্তব্যের কিছু দুরত্ব আগে দেখি এক ছেলে বাবার সাথে রাগ করে রাস্তার মাঝখানে দাড়িয়ে। তখন বিষয় টা গুরুত্ব না দিয়ে আমরা এগিয়ে যাই। তবে খানিকক্ষণ পর আমাদের উপলব্ধি হয় আমাদের, বিষয়টি সুরহা করা উচিত। সেই উদ্দেশ্যে আমরা আবার কিছু পথ ফিরে আসলাম । ইতিমধ্যে সমস্যাটি সমাধান হয়ে গেছে বিধায় রাস্তায় কাউকে পেল...

Garments Terms & Defination Part-2

Image
 Garments Terms & Defination Part-2 ক্রিজ (Crease) : কাপড়ের মধ্যে ইচ্ছাকৃতভাবেই হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক কোন প্রকার ভাঁজ পড়া বা দেওয়াকে ক্রিজ বলে। ক্রোকিং (Crocking) : শুকনা অথবা ভিজা কাপড় হতে ঘষে রং উঠানোকে ক্রোকিং বলে। কভারঅল (Coverall) : কাজের সময় পরিধানের জন্য এটি এক ধরনের পোশাক যার প্যান্ট ও শার্ট অংশ একত্রে পিছ হিসেবে গণ্য করা হয় এবং হাতের কব্জি ও পায়ের এঙ্গেল (ankle) বরাবর আটকানোর ব্যবস্থা থাকে। ডার্ট (Dart) : একটি পোশাকের পৃষ্ঠ হতে ওয়েডজ (Wedge) আকৃতি অপসারণের জন্য সেলাই করে, অথবা কাপড় কেটে এবং সেলাই করে, কাঙ্ক্ষিত আকৃতি দেওয়াকে ডার্ট বলে। ডিসপোজেবল গার্মেন্টস (Disposable garments) : যেসব পোশাক শুধুমাত্র একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় ঐসব পোশাককে ডিসপোজেবল গার্মেন্টস বলে। ডায়মেনশনাল স্টেবিলিটি (Dimensional stability) : কাপড়ের বা পোশাকের আয়তন, সেপ অথবা সাইজ ধারণ করে রাখার গুণাগুণকে ডায়মেনশনাল স্টেবিলিটি বলে। ডাবল ব্রেস্ট (Double breast) ঃ কোট অথবা ওভার গার্মেন্টস এর সম্মুখের অংশ দু'টি (fronts) একটি অপরটির উপর স্থাপিত করা হলে এবং সম্মুখের উভয় অংশ...